ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে জানানো হয়েছে যে যেসমস্ত নাগরিকদের বিগত দশ বছর বা তার বেশি সময় ধরে আধার কার্ড আপডেট করানোর দরকার পড়েনি বা আপডেট করানো হয়নি তাদের সকলের জন্য আপডেট বাধ্যতামূলক।। ১৪ ই জুন অবধি বিনামূল্যে নিকটবর্তী ইউআইডিএআই আধার পরিষেবা থেকে আপডেট করানোর ব্যবস্থা করানো হয়েছে বলে ঘোষণা ইউআইডিএআই এর।
ইউআইডিএআই এর তরফ থেকে এও জানানো হয় যে আধার কার্ডে কোনো পরিবর্তন যেমন মোবাইল নাম্বার পরিবর্তন অথবা ঠিকানা পরিবর্তন করতে গেলে ই কেওয়াইসি বাধ্যতামূলক। মাত্র ৫০ টাকার মূল্যে কোনো অ্যাপোইন্টমেন্ট ছাড়াই ২ থেকে ৩ মিনিটের মধ্যে যে কোনো আধার সেবা কেন্দ্রে গেলেই প্যান কার্ড, ভোটার কার্ড, রেজিষ্টার বা পাসপোর্টের মত দুটো সরকারি নথিপত্র দেখালে ইকেওয়াইসি হয়ে যাবে ।
আধার জালিয়াতি সমস্যা রুখতেই কেন্দ্র থেকে প্রতি ১০ বছরে আধার আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
আরও বিস্তারত তথ্য জানতে সত্বর লিংকে ক্লিক করুন uidai.gov.in
অনলাইনে আপডেটের জন্য ‘myAadhaar’ পোর্টাল ও চেক করতে পারেন
অনলাইনে বা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে পরিচয়পত্র এবং বাড়ির ঠিকানার প্রমাণপত্র সহ যোগাযোগ করতে হবে।
ইউআইডিএআই এর বক্তব্য জালিয়াতি কর্মকাণ্ড থেকে নাগরিকদের বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।