অনেকেই বহু দিন ধরে ব্যাংকে কোনো ভালো চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এবার দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় ব্যাংক কর্মী নিয়োগকারী সংস্থার তরফে একই সঙ্গে ৩০০০- র বেশি শূন্যপদে ব্যাংক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে যেকেউ চাইলে অতি সহজেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ জেনে নিতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ব্যাংকে শূন্যপদে কর্মী নিয়োগের বিবরণ:
নিয়োগকারী সংস্থা | IBPS (Institute of banking personnel selection) |
পদের নাম | প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেইনি |
শূন্যপদ | 3049 টি |
আবেদন শেষ | 21/08/2023 |
আবেদন মোড | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
পদের নাম
ব্যাংকের এই নিয়োগের মধ্য দিয়ে প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ করা হবে। একই সঙ্গে ১১ টি ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে। ব্যাংকের নামগুলি নিচে উল্লেখ করা হল-
- Central Bank of India
- Indian Bank
- Bank of Baroda
- Bank of India
- Bank of Maharashtra
- Canara Bank
- Indian Overseas Bank
- Punjab National Bank
- Punjab & Sind Bank
- UCO Bank
- Union Bank of India
মোট শূন্যপদ
একই সঙ্গে প্রচুর পরিমাণ শূন্যপদে নেওয়া হবে কর্মী। আপাতত সব মিলিয়ে ৩০৪৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি/সংস্থা থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর। এই বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা
আগামী 21/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।