রাজ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। যে সকল চাকরি প্রার্থীরা কোনো ভালো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুখবর। এখানের নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হবে। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে 21 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
ভূমি দপ্তরে কর্মী নিয়োগের বিবরণ:
নোটিশ নম্বর | 120/139/Comp/2023 |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 26.07.2023 |
আবেদন শেষ | 21/08/2023 |
পদের নাম | সিনিয়র সফটওয়্যার ডেভলপার (SSD), সফটওয়্যার ডেভলপার (SD), সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল (SSP) |
আবেদন মোড | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | banglarbhumi gov.in. |
পদের নাম
একই সঙ্গে প্রধান তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
- সিনিয়র সফটওয়্যার ডেভলপার (SSD)
- সফটওয়্যার ডেভলপার (SD)
- সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল (SSP)
শিক্ষাগত যোগ্যতা
এখানে বিভিন্ন পদের ক্ষেত্রে যোগ্যতা আলাদা আলাদা প্রয়োজন। সেক্ষেত্রে আবেদন জানাতে হলে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে।
বেতন
এখানে নিয়োগের পর সর্বোচ্চ পদের ক্ষেত্রে মাসিক বেতন প্রায় 40,000/- টাকা।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।
নিয়োগের সময়সীমা
এখানে মোট এক বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য banglarbhumi gov.in. ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
আবেদনের তারিখ
এখানে আগামী 21/08/2023 তারিখের বিকেল 4 টের মধ্যে বা তার আগে আবেদন করতে হবে।