ঈদের জেরে খুশির আমেজ চারিদিকে।
কলকাতার নামি বেনামী গলিতে আজ আলোর রোশনাই। এই উপলক্ষে বুধবার মানে ২৮ শে জুন রাত ১০ টা থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২৯ শে জুনে ঈদের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা রেড্ রোড।
এছাড়াও বৃহস্পতিবার ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে গার্ডেনরিচ রোডের রামনগর ক্রসিং থেকে আবদুল খাবির রোড পর্যন্ত রাস্তা, আকরা রোড, পাহাড়পুর রোডের কাচ্চি সড়ক থেকে অ্যাসবেস্টস রোড পর্যন্ত রাস্তা ও আরো অনেক জায়গা। প্রয়োজনীয় পণ্য গাড়ি অথবা অ্যাম্বুলেন্স এর ছার আছে।
এছাড়াও ভোর ৪ টে থেকে দুপুর ১২ টা ওবিকেল ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত ছোট পণ্যবাহী গাড়ি চলাচল স্থগিত রাখা হবে। এ ছাড়াও বৃহস্পতিবার মানিকতলা রোড, নারকেলডাঙা রোড, আর জি কর রোড, বেলগাছিয়া রোড, উত্তর শিয়ালদহ রোড, কনভেন্ট রোড, জহরলাল নেহরু রোড, হরিশ মুখার্জি রোড, শম্ভুনাথ পণ্ডিত রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বেন্টিঙ্ক স্ট্রিট থেকে ম্যাডান স্ট্রিটের মধ্যবর্তী অংশ, বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড, লেনিন সরণির জহরলাল নেহরু রোড থেকে হাসপাতাল স্ট্রিটের মধ্যবর্তী অংশ-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে । যানজট এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা ট্রাফিকপুলিশ। সুস্থ ভাবে জাতি ধর্ম নির্বিশেষে যাতে সমাজের সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে সামাজিক অনুষ্ঠান উপভোগ করেন তাই এই ভাবনা।