WBMDFC ( ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স করপোরেশন) এর তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য আনা হয়েছে এক সুবর্ণ সুযোগ ।
পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ অবদান ঐক্যশ্রী যা পরিচালিত হয় পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। এর মূল উদ্দেশ্য হলো মেধাবী অনগ্রসর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।
WBMDFC এর এই ঐক্যশ্রী উদ্যোগ শুরু হয় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য যাতে তারা সামাজিক অর্থনৈতিক দিক থেকে সুবিধা পায়।
প্রথম শ্রেণী থেকে শুরু করে গবেষণা বা PhD পর্যন্ত শিক্ষার্থীরা WBFMDC এর ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে বিভিন্ন বৃত্তিমূলক সুবিধা লাভ করতে পারে।
স্কলারশিপ |
বিবরণ |
ওয়েস্ট বেঙ্গল প্রি মেট্রিক স্কলারশিপ |
|
ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপ |
|
আবেদন যোগ্যতা:
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
- আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু শ্রেণীর (SC, ST, OBC , মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বী এর ) হতে হবে।
- পারিবারিক আয় বছরে ২ লাখের কম হতে হবে ।
- শিক্ষার্থীকে ন্যুনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে তাদের পূর্ব পরীক্ষায় ।
- শিক্ষার্থীকে সরকারি প্রতিষ্ঠানে পড়াশুনা করতে হবে ।
আবেদনের জন্য শিক্ষার্থীদের :
- সর্বশেষ বার্ষিক পরীক্ষার রেজাল্ট
- পারিবারিক বার্ষিক আয়ের বিল
- ব্যাংক পাসবুকের জেরক্স
- ভর্তির সংশপত্র
আবেদন প্রক্রিয়া:
আবেদনের জন্য wbmdfcscholarship.org এ গিয়ে লগইন করে আবেদন করবে।
আরো জানতে হেল্পলাইন নম্বর ১৮০০-১২০-২১৩০ তে যোগাযোগ করুন।
৬২৯০৮৭৫৫৫০(টেকনিক্যাল সহায়তা নম্বর)
হেল্পলাইন ইমেইল আইডি
আবেদন এর তারিখ:
২০২৩-২০২৪ এর জন্যে বৃত্তি আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
আনুমানিক ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।