শিক্ষার্থীদের জন্য এসে গেলো এক খুশির খবর। উচ্চমাধ্যমিকের পর অনেকের মনেই কম্পিউটার নিয়ে পড়াশুনার এক অদম্য ইচ্ছে । আমাদের দেশে কম্পিউটার নিয়ে পড়াশুনার ব্যবস্থা এখন প্রশস্ত। কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যুগে যেখানে চা খেলেও পয়সা অনলাইনে দেওয়া হয়, সেখানে এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপারে এখনো মানুষের অনেক অজানা অচেনা এবং অদেখা থেকে গেছে ।
আর সেই কৌতূহলী শিক্ষার্থীদের অজানাকে জানার সুযোগ করে দিয়েছে রাজ্য।
শুরু হতে চলেছে আলিপুরদুয়ারে এক নতুন সরকারি কলেজ ।
এবং শুধু তাই না , এআইসিটিই এর অনুমোদনে রাজ্যে প্রথম কোনো সরকারি কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আলাদা শাখা বা AI ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে ।
এছাড়াও থাকছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং শাখা যেমন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং এর আসন থাকবে মোট ৩০ টি এবং সব শাখা মিলে মোট আসন ১৮০ টি।
রাজ্যে প্রায় ৭ বছর পর একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমোদন রাজ্যে শিক্ষার ক্ষেত্রে এক নতুন আলোর দিশা বয়ে এনেছে।