ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ১৫ টি শূন্যপদে তরুণ পেশাদারদের ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্টে (MSCD) নিয়োগের জন্য ঘোষণা করেছে। বিআইএস নিয়োগ ২০২৩–এ আগ্রহী প্রার্থীরা ০৪ আগস্ট ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি ও BIS নিয়োগ ২০২৩–এর সম্পূর্ণ বিবরণের জন্য প্রার্থীদের অবশ্যই নিবন্ধটি দেখতে হবে।
পদের নাম:
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্টের (MSCD) অধীনে ইয়ং প্রফেশনাল পদে আবেদনকারীদের নিযুক্ত করা হবে।
শূন্যপদ:
১৫টি
বেতন:
সুউচ্চ হারে মাসিক বেতন প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে কর্মীদের নিয়োগের পর মাসিক বেতন প্রায় 70,000/- টাকা থেকে শুরু হবে।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বি.টেক/ বি.ই, এমবিএ বা সমমান ডিগ্রী, অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। আর সেইসাথে উচ্চতর যোগ্যতা, ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অ্যাকটিভিটি সম্বন্ধে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়স:
বিআইএস নিয়োগ ২০২৩–এর জন্য আবেদনের শেষ তারিখ অর্থাৎ ০৪ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এই পদে নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.bis.gov.in –এ রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
বিআইএস নিয়োগের জন্য অনলাইন আবেদন ১৪ জুলাই ২০২৩ তারিখে শুরু হয়েছে৷ এই অনলাইন আবেদনের শেষ তারিখ ৪ আগস্ট 2023। এখানে মেধা ভিত্তিক সংক্ষিপ্তকরণ, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এটি সেন্ট্রাল রিজিওনাল অফিস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
আবেদন মূল্য:
আবেদনকারীকে কোনো মূল্য দিতে হবে না।
এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রতিটি বিষয়– বিবরণের সাথে পরিচিত হওয়ার জন্য সম্পূর্ণ BIS বিজ্ঞপ্তি পিডিএফটি ভালো ভাবে পড়তে হবে। BIS নিয়োগ 2023 বিজ্ঞপ্তি সফলভাবে ডাউনলোড করতে নীচের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট– www.bis.gov.in