কলকাতা: বাংলার সরকার আবারও ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার প্রোগ্রামের সপ্তম সংস্করণ শুরু করতে চলেছে। যা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে৷ রাজ্যের নাগরিকদের ৩৫টি বিভাগের পরিষেবা সরবরাহ করা হবে৷
নতুন প্রকল্প
এবারে ৩৫টি পরিষেবার মধ্যে, দুটি নতুন স্কিম হল বার্ধক্য পেনশন এবং অভিবাসী কর্মীদের নিবন্ধন, যা ১ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে। এই দুই প্রকল্প ষষ্ঠ দুয়ারে সরকার শিবিরের পরিষেবার তালিকায় ছিল না।
দুয়ারে সরকার শুরু
রাজ্য সরকার ২০২০ সালের ডিসেম্বরে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছিল। এরপর গত তিন বছর ধরে সময়ের সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার শিবিরের ব্যাপ্তী আরও ছড়িয়েছে। এটি এখন রাজ্যের একটি প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে।
দুয়ারে সরকার ক্যাম্প সময়কাল
এই ক্যাম্পগুলি ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে, পরিষেবা প্রদানের প্রক্রিয়াটি ১৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে৷ তবে, রবিবার এবং সরকারি ছুটির দিনে কোনও ক্যাম্প অনুষ্ঠিত হবে না৷ অর্থাৎ, গোটা সেপ্টেম্বর মাসজুড়েই দুয়ারে সরকার শিবিরের কার্যক্রম পরিচালিত হবে বাংলায়।
মোবাইল ক্যাম্প
এবার জেলা ম্যাজিস্ট্রেটদের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ক্যাম্প করার জন্য বলা হয়েছে, যাতে সেই এলাকার বাসিন্দারা তাদের প্রয়োজনীয় সমস্ত পরিকল্পনায় অন্তর্ভুক্ত হতে পারে। এর ফলে একেবারে প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষও এর আওতায় আসতে পারবে।
পরিসর
দুয়ারে সরকারের ষষ্ঠ সংস্করণ এ, ৪.৬ লক্ষ পর্যন্ত শিবির অনুষ্ঠিত হয়েছিল এবং যোগ্য নাগরিকদের ৭.১ কোটি পরিষেবা প্রদান করা হয়েছিল। ইতিমধ্যেই ২.৪ কোটি পরিবারকে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হয়েছে।