প্রচণ্ড গরমে নাজেহাল কলকাতা সহ গোটা রাজ্য। এরই মাঝে প্রায় দেড় মাসের গরমের ছুটি কাটিয়ে খুলতে চলেছে সরকারি ও বেসরকারি রাজ্যের সমস্ত সমস্ত স্কুলগুলো। চলতি মাসের ২০ তারিখের মধ্যেই সব স্কুল খুলবে বলে জানা যায়।
তবে শিক্ষার্থীদের মধ্যে এরই দুশ্চিন্তা প্রকট হয়ে উঠেছে । চাপা দুশ্চিন্তা স্পষ্ট অভিভাবকদের মধ্যেও l শিক্ষা দপ্তরের ঘোষণা স্কুল খুললেই পরীক্ষা। আগস্ট মাসের প্রথমদিকেই সমস্ত স্কুলগুলিতে পরীক্ষা শুরু হওয়ার কথা শোনা যায় ঘোষণাতেই।
একেই এত দিন গরমের ছুটি। তার ওপর স্কুল খুলতেই পরীক্ষা ! কি করে হবে সিলেবাস শেষ?
এর সমাধানও পাওয়া যায় শিক্ষা দপ্তরের কাছ থেকেই। দ্রুত সিলেবাস শেষ করতে এবং রিভিশন এর ব্যবস্থা করতেই এই ঘোষণা । মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই ঘোষণা হওয়ার পর থেকেই নির্দেশিকা মাথায় রেখে স্কুলগুলোকে চিঠি পাঠানো হয়।
এই নির্দেশিকা মেনেই রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলিতে শনিবার করে হাফ ছুটির যে চল ছিল, তা বদলে পুরোদিন স্কুল হওয়ার নির্দেশ ঘোষিত হয়।
এর ফলস্বরূপ শিক্ষার্থীদের সিলেবাস দ্রুত শেষ হবে এবং রিভিশন এরও সময় পাওয়া যাবে বলে আশা করা যায়।
রাজ্যে জুলাই মাসে আছে পঞ্চায়েত নির্বাচন। স্কুলগুলি ভোট নির্বাচন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে সেই সময় ফলে স্কুল ছুটি থাকবে এবং শিক্ষা ব্যবস্থা ব্যাহত হতে পারে। তাই সব দিক বিচার করে শনিবার করে হাফ ছুটির বদলে পুরো স্কুল হওয়ার নির্দেশ ঘোষিত হয়।