অযাচাইকৃত (unverified) মোবাইল অ্যাপ ব্যবহারের ফলে কলকাতাবাসী তথা গোটা বিশ্ব এখন প্রতারিত। সাইবার ক্রাইম (cyber crime) শব্দটির সাথে আজকাল বোধহয় কম বেশি সকলের পরিচয় । কোনো অচেনা নম্বর থেকে ফোন বা ওটিপি অথবা কোনো অচেনা নম্বর থেকে আসা বেআইনি লিংকে একটা ক্লিক করলেই কয়েক সেকেন্ড এর মধ্যেই ব্যাংক একাউন্ট খালি!! সব টাকা চলে যাচ্ছে বেআইনি কোনো একাউন্ট এ।
কলকাতার অনেক অধিবাসী এই জালিয়াতি চক্রান্তের শিকার হয়েছেন। তদন্তে জানা যায় গত পাঁচ মাসে প্রায় ১ কোটি টাকার লোকসান হয়েছে কলকাতার নাগরিকদের। সিআইডি এর ওপর এই তদন্তের দায়িত্ব আরোপ হওয়ার পর সিআইডি এর তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে যে কোনো অযাচাইকৃত লিঙ্কে ক্লিক বা অযাচিত মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ যেনো ডাউনলোড করা যাবে না ।
সিআইডির তরফ থেকে দাবি করা হয় যে অযাচিত এই অ্যাপগুলোর মুখ্য উদ্দেশ্যই হলো অ্যাপ এর মাধ্যমে যে কোনো মোবাইল ফোন বা ট্যাবলেট বা ল্যাপটপের মুখ্য চালনা গ্রহণ করা। সাইবার ক্রাইমের
এই দুষ্কৃতীদের মুখ্য উদ্দেশ্য হলো ফোনের বা যে কোনো যন্ত্রের (ডিভাইস) এর প্রধান চলনাক্ষমতা নিজেদের হস্তগত করা এবং ধীরে ধীরে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যাংক এর যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া। কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্য লক্ষ্য টাকার লেনদেন হয়ে সাধারণ মানুষের টাকা দুষ্কৃতীদের একাউন্ট এ ট্রান্সফার হয়ে যায়। পুলিশের তরফ থেকে এইরকম সমস্যা আঁচ করতে পারলেই ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগেই যাচাই করে নেওয়া দরকার।
সুরক্ষার জন্য http://cybercrime.gov.in e লগইন করে রাখতে অনুরোধ পুলিশ প্রশাসনের।
বয়োজ্যেষ্ঠ প্রশাসনিক আধিকারিক জানান যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে সন্দেহজনক কোনোকিছু লক্ষ্য করলে অবশ্যই কল করার আগে সাইবার সিকিউরিটি টীম এর সাথে কথা বলে পরামর্শ করে নেওয়া ভালো।
সিআইডি এর তরফ থেকে আর্জি জানানো হয়েছে যে অযাচিত কোনো নম্বর থেকে কল এলে বা কোনো সুরক্ষা সম্বন্ধিত ঘটনা ঘটলে তিনঘন্টা এর মধ্যে ১৯৩০ এ কল করে যেনো কমপ্লেইন করা হয়।