পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সেক্ষেত্রে রাজ্যের যারা চাকরির খোঁজে থাকে তাদের জন্য এটি একটি সুখবর। এখানে একই সঙ্গে বহু পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। সঙ্গে থাকছে সুউচ্চ মানের বেতন। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ বিবরণ:
নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশন |
পদের নাম | স্পেশালিস্ট |
শূন্য পদ | 08 |
আবেদন মোড | অনলাইন |
নির্বাচন প্রক্রিয়া | ইন্টারভিউ |
ইন্টারভিউয়ের তারিখ | 19/08/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.kmcgov.in |
পদের নাম
এখানে স্পেশালিস্ট পদে কর্মী নেওয়া হবে।
শূন্য পদ
এক্ষেত্রে এই প্রধান পদের অধীনে মোট আট ধরনের পদ রয়েছে।
বেতন
সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু দৈনিক 3,000/- টাকা প্রদান করা হবে।
বয়সসীমা
এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে প্রতিবেদনে দেওয়া লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে নিন।
প্রয়োজনীয় নথিপত্র
নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট প্রয়োজন। এগুলি ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে যেতে হবে। নথিপত্রগুলি হল-
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- ফটো আইডেন্টিটি প্রুফ
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
নিয়োগ প্রক্রিয়া
কোনো লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য আসতে হবে। সেখানে তাদের ভালো যোগ্যতা অনুযায়ী কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়
আগামী 19/08/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইম সকাল সাড়ে 11 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত।
ইন্টারভিউয়ের স্থান
Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N. Banerjee Road, Kolkata 700013