বয়স প্রায় ৯০ ছুঁই ছুঁই কিন্তু এখনও প্রাণশক্তির অভাব নেই আমাদের “ ইয়ামলা পাগলা দিওয়ানা “ অভিনেতার মধ্যে। সম্প্রতি ধর্মেন্দ্রর নাতি করণ দেওল বিয়ে সারলেন দৃশা আচার্যের সাথে। সেই উপলক্ষে সানি দেওল এর ছেলে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি শেয়ার করেন। তার মধ্যে দেখা যায় তার ঠাকুরদা ধর্মেন্দ্র ও ঠাকুমা প্রকাশ কৌর আশীর্বাদ করছেন নব বর বধূকে। কিন্তু সবার নজর কাড়ে একটি বিশেষ ছবি।
এই ছবিতে দেখা যাচ্ছে একটা ব্রাউন স্যুট পড়ে ধর্মেন্দ্র নিজের প্রথম পত্নী প্রকাশ কৌরের পাশে দাঁড়িয়ে নাচছেন। খুবই মিষ্টি লাগছিল দুজনকে একসাথে। ধর্মেন্দ্র প্রথম প্রকাশ কৌরের সাথে বিয়ে করেন, যার সাথে তার চারটি সন্তান রয়েছে – পুত্র সানি এবং ববি এবং কন্যা বিজয়তা এবং অজিতা। কথিত আছে, ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই 1980 সালে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় বিয়ে থেকে, ধর্মেন্দ্রর দুটি কন্যা রয়েছে – এশা দেওল এবং অহনা দেওল।
এখানে জানিয়ে রাখি, এসা বা অহনা কেউই এই বিয়েতে উপস্থিত ছিলেন না। এশা অবশ্য সোশ্যাল মিডিয়া তে শুভেচ্ছা জানাতে ভোলেননি নব দম্পতিকে। সানি দেওল এর ছেলের রিসেপশন পার্টিতে অবশ্য উপস্তিত ছিলেন টিন্সেল টাউনের অন্য শিল্পিরা। রণবীর সিং থেকে শুরু করে আমির খান, সালমান খান থেকে শুরু করে সুনীল শেট্টি। নাচ, গান, হইচই তে শুভ সন্ধ্যাটি মাতিয়ে রেখেছিলেন সকলেই।