ভারতীয় রেলওয়ের তরফ থেকে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে জানানো হয়েছে যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যারা ভারতীয় রেলওয়ের চাকরির প্রতীক্ষায় থাকেন তারা শীঘ্রই আবেদন জানাতে পারেন। পশ্চিম রেলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে ৩,৬২৪ জনকে ট্রেনিং দিচ্ছে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট সহ বিভিন্ন নিয়মে ট্রেনিং হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম:
ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার প্রভৃতি পদে ট্রেনিং দেওয়া হবে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।
মোট শূন্য পদের সংখ্যা:
৩,৬২৪ টি
বেতন:
নির্বাচিত আবেদনকারীদের ১ বছরের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ নিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে প্রশিক্ষণের সময় একটি উপবৃত্তি প্রদান করা হবে।
আবেদনকারীর যোগ্যতা:
- i) শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মোট ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে।
- ii) প্রযুক্তিগত যোগ্যতা: এনসিভিটি / এসসিভিটি–এর সাথে সংযুক্ত আইটিআই শংসাপত্র বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়স:
আবেদনকারীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছর হওয়া আবশ্যিক ২৬–৭–২০২৩ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির বয়সসীমা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
আবেদন জানানো যাবে অনলাইনে https://www.rrc-wr.com ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ হল ২৬–৭–২০২৩। এই সময়ের মধ্যে শীঘ্রই আবেদন জানান।
আবেদন মূল্য:
আবেদন মূল্য দিতে হবে ১০০ টাকা অনলাইনের মাধ্যমেই । তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই মূল্য দিতে হবে না।
আরও বিস্তারিত জানতে পারবেন নিচে দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইট– www.rrc-wr.com