কোনো টাকা ছাড়াই অনলাইন কোর্স করাচ্ছে SBI, কোর্স শেষে চাকরির সুযোগ | SBI Online Course

Date:

বহু চাকরিপ্রার্থীই সরকারি ব্যাঙ্কে চাকরির লক্ষ্যে পড়াশোনা করেন। আর সেই সরকারি ব্যাঙ্ক যদি দেশের সবচেয়ে বড় State Bank of India (SBI) হয় তাহলে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। যারা প্রবেশিকা পরীক্ষা দিয়ে ব্যাঙ্কের চাকরি পান না তাঁদের জন্য এটি একটি সুখবর। সম্পূর্ণ বিনামূল্যে চাকরির সেই সুযোগ করে দিয়েছে SBI ব্যাংক। ঘরে বসেই করতে পারবেন অনলাইন কোর্স। আর সার্টিফিকেট পেয়ে গেলে আপনারা স্টেট ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ পেতে পারেন।

SBI Online Course 2023

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিনামূল্যে এই সার্টিফিকেট কোর্স (SBI Certificate Course) এ যুক্ত হওয়া খুবই সহজ। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এর মত কিছু নথি দিয়ে খুব সহজেই আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে পারবেন। পাশাপাশি রেজিস্ট্রেশনের সময় লাগবে একটি বৈধ মোবাইল নম্বর।

স্টেট ব্যাঙ্ক ক্ষুদ্রঋণ, গ্রাহক পরিষেবা, অর্থনৈতিক ব্যবস্থা, ক্রেডিট কার্ড ইত্যাদি নানান বিষয়ের উপর ৩০ টির‌ও বেশি সময় ও বাজার উপযোগী কোর্স নিয়ে এসেছে। এই কোর্সগুলো অনলাইন মাধ্যমেই করতে হবে। আর তা সফলভাবে করার পর একটি সার্টিফিকেট দেবে SBI, যা নিজের সিভিতে যোগ করতে পারেন। এমনকি এই সার্টিফিকেটের ভিত্তিতে যেকোনো সংস্থাতেও পেয়ে যেতে পারেন আকর্ষণীয় বেতনের চাকরি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সার্টিফিকেট কোর্সে আবেদন করতে প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিজের পছন্দমত কোন একটি কোর্স সিলেক্ট করে নিয়ে, তারপর এনরোল নাও(Enroll Now) অপশনে ক্লিক করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। এই এনরোল প্রক্রিয়া হয়ে গেলেই এবার আপনার কাছে কোর্স মেটেরিয়াল সহ সমস্ত কিছু চলে আসবে এবং অভিজ্ঞ গাইডদের নির্দেশ মেনে আপনি কোর্সটি সফলভাবে শেষ করলে পেয়ে যাবেন সার্টিফিকেট।

এখানে প্রয়োজনীয় সমস্ত নথি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তারপর সাবমিট করার পর একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীকালে এই লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে অনলাইন কোর্সটিতে যুক্ত হতে পারবেন।

এই কোর্স সম্পূর্ণ হবার পর একটি সার্টিফিকেট পাবেন যেটি পরবর্তীকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির জন্য সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পথশ্রী অভিযান:

রাস্তা হল শহরগুলির মধ্যে এক মৌলিক সংযোগ। যদি রাজ্যের...

বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ বাড়ল: সময়সীমা এবং অন্যান্য মূল বিবরণ দেখুন

UIDAI বিনামূল্যে পরিচয় ও ঠিকানার প্রমাণ আপলোড করার সময়সীমা...

আবার বন্ধ হয়ে গেল চণ্ডীগড়-শিমলা হাইওয়ে

এই এলাকাটি পরিষ্কার করে যানচলাচলযোগ্য করতে তিন থেকে চার...

কোন কোন উপসর্গ দেখলেই করতে হবে ডেঙ্গি টেস্ট, নির্দেশিকায় জানাল স্বাস্থ্যভবন

বর্ষা শুরুর সাথে সাথেই আবার বাড়ল ডেঙ্গির দাপট। পশ্চিমবঙ্গে...