সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নিয়োগ ২০২৩:
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স (Saha Institute of Nuclear Physics [SINP] ) কলকাতা – পশ্চিমবঙ্গে টেকনিশিয়ান, এলডিসি পদে নিয়োগের জন্য saha.ac.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৫–আগস্ট–২০২৩ তারিখে বা তার আগে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগের বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম:
টেকনিশিয়ান, এলডিসি (লোয়ার ডিভিশন ক্লার্ক)- র বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদ:
১৭ টি
বেতন:
এই প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ইঞ্জিনিয়ার পদের জন্য যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বি.ই / বি.টেক অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে।
টেকনিশিয়ান পদের জন্য যেকোনো স্বীকৃত স্কুল, বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করে থাকতে হবে।
এলডিসি তথা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার টাইপিং এর কাজে দক্ষ হতে হবে।
সেক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনকারীর বয়স:
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। টেকনিশিয়ান ও এলডিসি পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আগামী ২৫ আগস্ট, ২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তির এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগের আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া আছে।
আবেদন মূল্য:
আবেদন মূল্য অনলাইনের মাধ্যমেই প্রদান করতে হবে।
অন্যান্য সকল প্রার্থী: 500/- (ইঞ্জিনিয়ার সি পদের জন্য) টাকা।
অন্যান্য সকল প্রার্থী: 300/- (টেকনিশিয়ান বি, এলডিসি পদের জন্য) টাকা।
সংরক্ষিত শ্রেণী /নারী /প্রাক্তন সৈনিক / বিশেষভাবে সক্ষম প্রার্থীরা: কোনো টাকা দিতে হবে না।
নিচে দেওয়া অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট– saha.ac.in