ভারতীয় বীমা কোম্পানিতে প্রচুর শূন্য পদে চাকরি, সরকারি স্থায়ী পদে নিয়োগ

Date:

ভারতীয় বীমা কোম্পানিতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। The New India Assurance Company Ltd. হল একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বীমা কোম্পানি। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ৪৫০ জন কর্মী নিয়োগ করা হবে জানানো হয়েছে। এখানে প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভারতীয় বীমা কোম্পানির নিয়োগ বিবরণ:

নোটিশ নং CORP.HRM/AO/2023
পদের নাম  রিস্ক ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, লিগ্যাল, অ্যাকাউন্টস, হেল্থ, IT, Generalists
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27/07/2023
আবেদন শেষ 1st – 21st Aug. 2023
আবেদন মোড   অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট  http://newindia.co.in

 

পদের নাম

এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সেগুলি হল- 

  1. রিস্ক ইঞ্জিনিয়ার / Risk Engineers
  2. অটোমোবাইল ইঞ্জিনিয়ার / Automobile engineers
  3. লিগ্যাল / Legal
  4. অ্যাকাউন্টস / Accounts
  5. হেল্থ / Health
  6. IT
  7. Generalists

শূন্যপদ

বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা 

বিভিন্ন পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

সমস্ত পদের জন্যই সর্বোচ্চ ৩০ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

প্রতি মাসে 80,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের। এখানে প্রার্থীদের 4 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য http://newindia.co.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

গুরুত্বপূর্ণ তারিখ

  • রেজিস্ট্রেশন- 1st to 21st Aug. 2023
  • Phase-I পরীক্ষা- 9th September, 2023
  • Phase-II পরীক্ষা- 8th October, 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পথশ্রী অভিযান:

রাস্তা হল শহরগুলির মধ্যে এক মৌলিক সংযোগ। যদি রাজ্যের...

বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ বাড়ল: সময়সীমা এবং অন্যান্য মূল বিবরণ দেখুন

UIDAI বিনামূল্যে পরিচয় ও ঠিকানার প্রমাণ আপলোড করার সময়সীমা...

আবার বন্ধ হয়ে গেল চণ্ডীগড়-শিমলা হাইওয়ে

এই এলাকাটি পরিষ্কার করে যানচলাচলযোগ্য করতে তিন থেকে চার...

কোন কোন উপসর্গ দেখলেই করতে হবে ডেঙ্গি টেস্ট, নির্দেশিকায় জানাল স্বাস্থ্যভবন

বর্ষা শুরুর সাথে সাথেই আবার বাড়ল ডেঙ্গির দাপট। পশ্চিমবঙ্গে...