রাজ্যে আবারও নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। মূলত জেলা স্তরে বিডিও অফিসের তরফে নেওয়া হবে কর্মী। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজে থাকলে এটি তার জন্য একটি সুখবর। মূলত বিভিন্ন সাব সেন্টারে কর্মীদের নিযুক্ত করা হবে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানতে নিবন্ধটি শেষ পর্যন্ত পড়ুন।
বিডিও অফিসে আশা কর্মী নিয়োগ বিবরণ:
নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গে জেলা স্তরে মহকুমার অধীনস্থ ব্লক তথা বিডিও অফিস |
পদ | আশা কর্মী |
আবেদন শেষ | 31/08/2023 |
আবেদন মোড | অফলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | //s24pgs.gov.in/ |
নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গে জেলা লেভেলে মহকুমার অধীনস্থ ব্লক তথা বিডিও অফিসের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সাব সেন্টারে কর্মী নিয়োগ করা হবে।
পদ
এখানে আশা কর্মী পদে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত স্কুল, বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
এখানে নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে 30-40 বছর। তবে SC/ST প্রার্থীদের জন্য বয়সসীমা 22-40 বছর হলেই হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদনের জন্য অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে ফিল আপ করে নিতে হবে। সবার শেষে আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদন জমা পড়ার পর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে যোগ্য প্রার্থীদের নির্বাচন কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা
আগামী 31/08/2023 তারিখের মধ্যে বা তার আগে আবেদন জানাতে পারবেন।