কোনো স্টুডেন্টকে কোনো পরিস্থিতিতেই চারবারের বেশি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না এবং ভর্তি এর দিন থেকে নয় বছরের বেশি কোনো মেডিক্যাল শিক্ষার্থী স্নাতক স্তরে থাকতে পারবে না বলেই নেশনাল মেডিক্যাল কমিশন জানায়।
এনএমসি (NMC) এর তরফ থেকে এও জানানো হয় যে প্রত্যেকটি মেডিক্যাল কলেজে NEET UG এর মেরিট লিস্ট অনুযায়ী স্নাতক স্তরে ভর্তির জন্য একটি কাউন্সেলিং কমিটি থাকবে।
সরকারের তরফ থেকে কাউন্সেলিং এর জন্য পদমর্যাদা সম্পন্ন আধিকারিক কে নিযুক্ত করা হবে বলে জানা যায়।
আন্ডার গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড এর তরফ থেকে কাউন্সেলিং এর নিয়মাবলী প্রকাশ করা হবে এবং পদমর্যাদা সম্পন্ন আধিকারিক ধারা ১৭ অনুযায়ী প্রকাশিত নিয়মাবলী মেনে কাউন্সেলিং করবেন।
ভবিষ্যতে কোনও মেডিক্যাল কলেজ এই নিয়মাবলী অমান্য করে গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন এ কোনো শিক্ষার্থীর ভর্তি নিতে পারবে না।