স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগের নির্বাচন লিস্ট প্রকাশের দিন এবং লিংক সম্পর্কিত তথ্য জেনে নিন।
সিইউইটি (CUET) মেরিট লিস্ট ২০২৩ এর স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের নির্বাচন লিস্ট প্রকাশের দিন এবং লিংক ডাউনলোড করুন এবং পেয়ে যান সিইউইটি (CUET) সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।
রেজাল্ট সম্পর্কিত তথ্য জানতে রোল নাম্বার এবং জন্মের তারিখ বা ডেট অফ বার্থ এর প্রয়োজন।
প্রায় ২৫০ টি বিশ্ববিদ্যালয় এর তরফ থেকে কমপক্ষে ৩ থেকে ৫ টি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এগুলিতে শিক্ষার্থীদের জন্য সবরকমের গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্রার্থীর নাম, সিইউইটি (CUET) এর নম্বর, মোট কত সংখ্যায় সিট আছে, বিশ্ববিদ্যালয়ের নাম, কাট অফ মার্কস ইত্যাদি থাকবে ।
সিইউইটি (CUET) ২০২৩ এর মেরিট তালিকা প্রকাশের শর্তাবলী
শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক এবং সিইউইটি (CUET) এই দুটো পরীক্ষার নম্বর এর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এই লিস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটির ওপর ভিত্তি করেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে । মেরিট লিস্টটি অনলাইন এ পাওয়া যাবে এবং পিডিএফ এর মাধ্যমে পরীক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে । প্রাথমিকভাবে উত্তরপত্র প্রকাশ হলে পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র মূল্যায়নের সুযোগ পাবে এবং কোনো দ্বিমত পোষণ করতে পারবে ।
ফাইনাল উত্তর পত্র দ্বিমত পোষন এর পর প্রকাশিত হবে।
সিইউইটি (CUET) ২০২৩ এর গুরুত্বপূর্ণ তারিখ
পরীক্ষার তারিখ | ২১ শে মে থেকে ২ রা জুন ২০২৩ |
পরীক্ষার রেজাল্ট আনুমানিক জুনে বা জুলাই মাসে প্রকাশিত হবে। এর পরেই কাউন্সেলিং শুরু হবে ।
সিইউইটি (CUET) ২০২৩ এর নির্বাচন তালিকা প্রকাশের শর্তাবলী
পরীক্ষাটি ১৩ টি ভাষায় এবং দেশের ৪৮৯ টি পরীক্ষার কেন্দ্রে এবং ৯ টি আন্তর্যতিক কেন্দ্রে পরিচালিত হবে।
আনুমানিক ১৪ লক্ষ্য পরীক্ষার্থী চলতি বছরে সিইউইটি (CUET) ২০২৩ বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সকলেই এখন নামকরা কলেজে তাদের পড়াশুনা শুরুর জন্য অপেক্ষা করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে এই সিইউইটি (CUET) ২০২৩ এর রেজাল্টের ভিত্তিতে ভারতবর্ষের যে কোনো কলেজে ভর্তি হওয়া যাবে ।
স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগের নির্বাচন তালিকা প্রকাশের তারিখ এখনও প্রকাশ হয়নি, পরীক্ষার্থীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ।
সিইউইটি (CUET) ২০২৩ এর কাট অফ মার্কস
কাট অফ নম্বর নির্ভর করে প্রশ্নপত্রের উপর , কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন, কতগুলো সিট আছে তার ওপর।
নেশনাল্ টেস্টিং এজেন্সি এর তরফ থেকে সম্বন্ধযুক্ত (এফিলিয়েটেড affiliated) বিশ্ববিদ্যালয়ের কাছে খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে।
আগের বছর সিইউইটি (CUET) ২০২৩ এর স্নাতক বিভাগের কাট অফ মার্কস ৭৫% ছিল সাধারণ বিভাগ এর পরীক্ষার্থীর জন্য, ৬৫% ছিল সংরক্ষিত বিভাগের পরীক্ষার্থীদের জন্য, এবং ৭০% ছিল ওবিসি বিভাগের পরীক্ষার্থীদের জন্য।
সিইউইটি (CUET) ২০২৩ এর স্নাতকোত্তর বিভাগের সাধারণ বিভাগের পরীক্ষার্থীদের কাট অফ মার্কস ছিল প্রায় ২৪০, সংরক্ষিত বিভাগের পরীক্ষার্থীদের ২১০ এবং ওবিসি বিভাগের ২৩০।
সিইউইটি (CUET) ২০২৩ এর মেরিট লিস্ট দেখার পদ্ধতি
- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর প্রধান পোর্টালটি চেক করুন
- আপনার পূর্বনিরবাচিত তথ্যাবলী দিয়ে লগইন করুন
- রেজাল্ট সেকশন এ মেরিট তালিকা এর লিংক পেয়ে যাবেন
- নিজের জন্মের তারিখ এবং অন্যান্য তথ্য প্রদান করুন
মেরিট তালিকা দেখতে পেলে সেটি ডাউনলোড করে রাখুন।
মেরিট তালিকা এখনো প্রকাশিত হয়নি।
অফিসিয়াল ভাবে ঘোষিত হলে মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবেন।