রাজ্যজুড়ে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা সকল চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট বড় নিয়োগের সুখবর। এখানে যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণ শূন্যপদে কর্মী নেওয়া হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পোস্ট অফিসে জিডিএস নিয়োগ বিবরণ:
নিয়োগকারী সংস্থা | কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পোস্ট |
পদের নাম | গ্রামীণ ডাক সেবক তথা GDS পদ |
মোট শূন্যপদ | 30,041 টি |
আবেদনের শেষ | 23/08/2023 |
আবেদন মোড | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | indiapostgdsonline.gov.in/ |
নিয়োগকারী সংস্থা
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পোস্ট তথা ডাক বিভাগের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যজুড়ে বিভিন্ন পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
পদের নাম
পোস্ট অফিসের এই নিয়োগে গ্রামীণ ডাক সেবক তথা GDS পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এর অধীনে আরো দুই ধরনের পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে। যথা,
- ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (BPM) এবং
- অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (ABPM)।
মোট শূন্যপদ
পোস্ট অফিসে একই সঙ্গে প্রচুর পরিমাণ শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। সব মিলিয়ে মোট 30,041 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা
ন্যুনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
বেতন
ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (BPM) কর্মীদের মাসিক বেতন 12,000/- থেকে 29,380/- টাকা। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) কর্মীদের মাসিক বেতন 10,000/- থেকে 24,470/- টাকা।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী 23/08/2023 তারিখের মধ্যে বা তার আগে আবেদন জানাতে পারবেন।