হিজাব পরেও খেলা যায় বোঝালেন নোহাইলা। বিস্তারিত প্রতিবেদনে।…

Date:

মহিলা বিশ্বকাপের মঞ্চে দৃষ্টান্ত স্থাপন করলেন মরক্কোর নোহাইলা বেনজিনা। প্রথম মহিলা ফুটবলার হিসেবে হিজাব পরে মাঠে নামলেন তিনি। রবিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতল মরক্কো। তবে দলের জয় ছাপিয়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বেনজিনা। বিশ্বকাপে মরক্কোর প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও ডিফেন্ডার বেঞ্জিনা খেললেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে। ম্যাচের ফলাফলের থেকেও শেষ অবধি তিনিই কেড়ে নিলেন প্রচারের যাবতীয় সার্চলাইট। হিজাব পরে ফুটবল পায়ে মাঠ দাপিয়ে।

ফুটবলারদের স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে কোনওরকম ধর্মীয় পোশাক পরে ফুটবল মাঠে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। তবে ২০১৪ সালে সেই নিয়ম প্রত্যাহার করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফলে হিজাব পরে খেলার ক্ষেত্রে কোনওরকম বাধা ছিল না বেনজিনার। তাঁর সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন মুসলিম ওম্যান ইন স্পোর্টস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা আসমা হেলাল। তিনি বলেন, ‘বেনজিনাকে দেখে মুসলিম সম্প্রদায়ের অন্য মহিলারাও অনুপ্রাণিত হবে। আগামী দিনে আরও বেশি ফুটবলার হিজাব পরে মাঠে নামবে।’

আরব দেশগুলির মধ্যে এবার সবার আগে মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল মরক্কো। গ্রুপ এইচ-এর প্রথম ম্যাচে জার্মানির কাছে ৬ গোল হজম করলেও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টে পরবর্তী রাউন্ডের আশা জিইয়ে রেখেছে তারা। ম্যাচের একমাত্র গোলদাতা ইবতিসাম জ্রাইদি। অপর ম্যাচে ফিলিপিন্সকে ৬ গোলের মালা পরাল নরওয়ে। এছাড়া জার্মানিকে ২-১ গোলে হারাল কলম্বিয়া। বিভিন্ন দেশের সরকার, ফুটবলার, ফুটবল সংস্থার আধিকারিক, নারীবাদী সংগঠন-সহ বিভিন্ন মহলের দাবিকে মান্যতা দিয়ে হিজাব পরে ফুটবল খেলার উপর থাকা নিষেধাজ্ঞা ২০১৪ সালে ফিফা তুলে নিয়েছিল। যদিও তা ওঠার এতদিন পরেও আন্তর্জাতিক ফুটবলে কাউকে হিজাব পরে দেশের হয়ে খেলতে দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পথশ্রী অভিযান:

রাস্তা হল শহরগুলির মধ্যে এক মৌলিক সংযোগ। যদি রাজ্যের...

বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ বাড়ল: সময়সীমা এবং অন্যান্য মূল বিবরণ দেখুন

UIDAI বিনামূল্যে পরিচয় ও ঠিকানার প্রমাণ আপলোড করার সময়সীমা...

আবার বন্ধ হয়ে গেল চণ্ডীগড়-শিমলা হাইওয়ে

এই এলাকাটি পরিষ্কার করে যানচলাচলযোগ্য করতে তিন থেকে চার...

কোন কোন উপসর্গ দেখলেই করতে হবে ডেঙ্গি টেস্ট, নির্দেশিকায় জানাল স্বাস্থ্যভবন

বর্ষা শুরুর সাথে সাথেই আবার বাড়ল ডেঙ্গির দাপট। পশ্চিমবঙ্গে...